বিষ্ণুপুরাণ প্রথম খণ্ড, তৃতীয় অধ্যায়
১ অহোরাত্র = ৩০ মুহূর্ত = ২৪ ঘণ্টা
১ মুহূর্ত = ৩০ কলা = ৪৮ মিনিট
১ কলা = ৩০ কাষ্ঠা = ৯৬ সেকেন্ড
১ কাষ্ঠা = ১৫ নিমেষ = ৩.২ সেকেন্ড
১ নিমেষ = ০.২১৩৩ সেকেন্ড
একটা দিনের ৩০ টা মুহূর্ত ত্রিশ রকম প্রভাব রাখে। এক একটা মুহূর্তের গুণও আলাদা হয়।
ত্রিশটা মুহূর্তের মধ্যে অশুভ – ১০ টা, শুভ – ১৬ টা, বিচিত্র – ২ টা, মহৎ – ২ টা হয়। দিনের ত্রিশটা মুহূর্তের নাম ও গুণ যথাক্রমে –
১. রুদ্র (সূর্যোদয় থেকে শুরু হয়) – অশুভ
২. অহি – অশুভ
৩. মিত্র – শুভ
৪. পিতৃ – অশুভ
৫. বসু – শুভ
৬. বরাহ – শুভ
৭. বিশ্বদেব – শুভ
৮. বিধি – শুভ (সোমবার ও শুক্রবার বাদে)
৯. সুতমুখী – শুভ
১০. পুরুহূত – অশুভ
১১. বাহিনী – অশুভ
১২. নক্তনকরা – অশুভ
১৩. বরুণ – শুভ
১৪. অর্যমা – শুভ (রবিবার বাদে)
১৫. ভগ – অশুভ
১৬. গিরীশ – অশুভ
১৭. অজপাদ – অশুভ
১৮. অহির্বুধ্ন্য – শুভ
১৯. পুষ্য – শুভ
২০. অশ্বিনী – শুভ
২১. যম – অশুভ
২২. অগ্নি – শুভ
২৩. বিধাতৃ – শুভ
২৪. ক্ণ্ড – শুভ
২৫. অদিতি – শুভ
২৬. জীব/অমৃত – মহৎ
২৭. বিষ্ণু – শুভ
২৮. দ্যুমগ্নদ্যুতি – শুভ
২৯. ব্রহ্ম – মহৎ
৩০. সমুদ্র – শুভ